শিক্ষা ব্যবস্থা,
জাহাঙ্গীর আলম।
============
আমাদের শিক্ষা ব্যবস্থা
খুবই রুগ্ণ,
এবং অত্যধিক মাত্রায় অসুস্থ,  
এক কথায় ভয়াবহ বধির।
তাই এমন শিক্ষা ব্যবস্থা  
নিশ্চয়'ই কাম্য নয়,
আলাপ চারিতায় মনে হয়
সবাই খুব-ই শিক্ষিত,
বিলেতী পাশ,
হিসাবের খাতায় গুনে দেখি
লেখা আছে আসলে সব,
অশিক্ষিত বেকার।

শিক্ষা ব্যবস্থা,
জাহাঙ্গীর আলম।
রোজ: শুক্রবার,
সময় :১০.৪৫মিনিট,
১৭/০৭/২০২০.ইং,
==========