শীতের প্রয়োজনে
     জাহাঈীর আলম
তারিখ,১২/১২/২০২৪,ইং
রোজ:বৃহস্পতিবার
রাত,১০টা(কবিতা-২৮৩)
___________
চামড়ায় পরেছে টান  
ফেটে খান খান।

আহ্ কি দারুন
টকটকে লাল
নরম শুষ্ক গাল।

আহ্ বলকি?
রুপের রুপসীর
সৌন্দর্যে নেই শ্রী,
খস খসে রুক্ষ
বিচ্ছিরী।

খুলেছে দুয়ার
হিমেল জোয়ার
সজোরে পৌষ মাসে।
সারস সারসী আদর করে
উদাম ভেজা ঘাসে।

সেজেছে কুয়াশা
নতুন বধু
খানিক সর্বনাশে,
খোলা মাঠে খেলেছে জ্যোৎস্না
শীতের প্রয়োজনে।