শীতের কত রাত,শিশিরে ভিজে,
হয়েছে গত,হিমেল হাওয়ায়।
ঘুমিয়ে পড়েছে চাঁদের আলো
জড়িয়ে আকাশ,
নিঝুম কাঁথায়।
কুয়াশার ভোরে বুলবুলিরা
রসের হাড়িতে ডুবিয়ে মন,
ডানায় মেখেছে গন্ধ সুবাস,
অর্ধ রোদে ভরে উঠান।
শীতের গাঁয়ে দিয়ে চুমো
হাসে আকাশ সরিষা ফুল
ভালো বাসে প্রজাপতি হিমেল
রোদের সমুদ্রুর।
শীতে দারুণ স্বপ্ন দেখে
খয়েরি শালিক বনভূঁমে,
নবপ্রেমে,ফাগুন আসে
বিরহী ঝিঝির ডাকশুনে।
Date। : 11/02/2019
সময় দুপুর ২: টা:
ঢাকা।