শিশু মন,
জাহাঙ্গীর আলম।
========
তখন কার দিনে,
স্কুলের কথা শুনলেই,
পালিয়ে যেতাম ভয়ে,
শান্ত দীঘি পার হয়ে,
সোজা সবুজ ধানক্ষেতে।
পেছনে ফিরে তাকানোর
জো-নেই আমার।
কে আর খুজবে বলো
এ পোড়া কপাল
পিচাশ টারে।
লেখা পড়ার কথা শুনলে তো
কথাই নেই ।
এক নির্মিষে ভো--
নানা বাড়ির উদ্দেশ্যে পাড়ি.
চার পাঁচ দিন নিশ্চিন্তে
ঘোরাঘুরি,
তারপর খবর টা,
যতই পৌঁছাক না কেন
মোটেই হয়নি বিচলিত
হয় তো নানার সাথে
একটু আড়ি,
আবার সেই একেই
ঘুরে ফিরে পদার্পন বাড়ি।
এমন করে লেখাপড়া
ভিজায়েছি জলে
আজ আমি অনেক বড় শিক্ষিত
মনে রাখবেনা কেউ
আমায় কোন কালে।
শিশু মন,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার,
সময়: ৯টা,
২২/০৭/২০২০.ইং,
=========