সত্য পালালো কোথায়
    জাহাঙ্গীর আলম
তারিখ,১৬/০৯/২০২৪,ইং
রোজ:সোমবার,
সময়,১২:টা(কবিতা-২৮০)
---------------------
সত্য দেখি পালিয়েছে  
লাঞ্চিতের ভয়ে,
মিথ্যের কাছে পরাভূত
গেছে নিরুদ্দেশ্য হয়ে।

এই যদি হয় সত্যের
আস্থার অবস্থান
দুর্যোগে সব ধ্বংস হবে    
হবে সত্যের গোরস্তান।

ঠিক এই ভাবে চলতে থাকলে
সত্য চিরদিনের জন্য
হারিয়ে যাবে

সত্য যে ছিলো
তা কেউ আর
বিশ্বাসই করবেনা?
ভুলে যাবে একেবারে
তাকে আর
খুঁজেই পাওয়া যাবেনা।

ইতিহাস হয়তো দাড়াবে
সত্যের মুখামুখি
স্বাক্ষ্য দিবে গবেষনা  
সত্যের বিপর্যয় কাহিনী।