সত্য কথন
জাহাঈীর আলম
তারিখ,২০/১২/২০২৪,ইং
রোজ:শুক্রবার,
সময়,১১টা(কবিতা-২৮৭)
-----------------
সততা আমাকে করেনি স্বচ্ছল
বরঞ্চ
ডুবিয়ে করেছে
জীবন পার।
মানবতা আর
নীতি নৈতিকতা
কেবল
দু হাতে আমার
পরিয়েছে শেকল।
সত্য তো করেছে
প্রতারনা
ঠকিয়েছে সরল বিশ্বাসে,
জীবন গেল সত্যের পিছে
মৃত্য ই এখন ঠিক আছে।
সংযম আমাকে মূর্তির মত
বোবা বানিয়ে করেছে দাঁড়
প্রাণহীন আমি জড় বস্তু
স্রষ্টা তো কভু
করেনি উদ্ধার।