স্বার্থের হের ফের
   জাহাঈীর আলম
তারিখ,১৮/১২/২০২৪,ইং
রোজ:বুধবার,
সময়,৩টা(কবিতা-২৮৬)
-----------------
হাতুড়ির শক্ত আঘাতে  
সুনিপুণ পাথরে গাথুনীতে,

দুর্বোধ্য
প্রজ্ঞার নির্জাস দিয়ে,
যে সিঁড়ি গুলো দাড় করেছো তুমি
ওরা  একদিক আকাশ ছোঁবে বলে,
নক্ষত্রের অমিয় বাণী লিখবে
সিমাহীন আকাশের গাঁয়ে।

আজ তারা'ই কিনা
তোমাকে
ঐ জলজ্যান্ত সিঁড়ি থেকে  
ফেলে দিয়েছে।
হিরের মত কংক্রিটের ইতিহাস  
খাবলে ছিঁড়ে ফেলেছে।

কারন তুমি ছিলে উডান্ত ঘুড়ির
এক অন্তহীন শিঁখরে
হিংসার ছুরিতে
মসৃণ সুতাটি ছিঁড়ে
নাটাই করেছে ছিনতাই

ওরা এখন
খরচের খাতায়
স্বার্থের হিসাব লিখে।