স্বপ্ন দেখিতে নাই,অফুরন্ত স্বপ্ন,
তাতে নাকি বিপদ বাড়ে।
বাস্তব নয়,আকাঙ্ক্ষার অধিক,
এমন স্বপ্ন ডুবায়ে,মারে।
গতকাল রাতে দেখেছি স্বপ্ন,
অন্ধ অলস রয়েছে বধির-
বিছানায় পড়ে।
স্বপ্ন দেখো বাস্তব,ভবিষ্যৎ বিস্ময়!
আশ্চর্য!পৃথিবীর যেন মহাকাশে থাকো।
তারিখ :০৮/০৪/২০১৯ইং
সময়: ১১,২০, মিনিট,