সন্ধ্যানামা
জাহাঙ্গীর আলম
৩০/১২/২০২৩ ইংরেজি,
রোজ:শনিবার.১২:৩০.মিঃ
(কবিতা:২৬০)
---------------
অবশিষ্ট পৌষের এই
পরন্তু বিকাল
কি যে অসম্ভব নিস্তেজ
তা স্পষ্ট বোঝা যায়
এ এক প্রাণহীন রোদ।
অন্তিম সুর্যটা ডুবুডুবু
চারিদিকে কেবল রুদ্রশ্বাস,
ধীর পায়ে সন্ধ্যা নামে
ফসল ভরা সোনালী মাঠের আঁল বেয়ে
নুয়ে পড়া জংলি ঘাসের রুপ মাধুরীতে
গায়ের অগোছালো পথে,
চোখ বুজে অন্ধকার ধেয়ে আসে
প্রথম জোনাক জ্বলা
বুনো ঢুমুরের বনে,
ভেজা কুয়াশার হিম
ফোটা ফোটা জলে।
দুর আকাশ চোখ রাখে
অন্তরঙ্গ অন্ধকারে
রুপালী চাঁদের জ্যোৎস্না
সন্ধ্যার নিমন্ত্রণে
উপচে পড়ে পৃথিবীর ঘুমঘুম চোখে।