সম্পদে ঠাসা,
জাহাঙ্গীর আলম।
==========
অঢেল সম্পদে ঠাসা ,
শ্যামবর্ণ পাখিটার,
শরীর জুড়ে।
উপর নিচে গহনার মত
ঝলক মারে তার,
অথচ সে নির্ভর অন্যের উপর।

অমুল্য সম্পদে ভরা
ডানে বামে তার,
অতৃপ্ত মন থাকে ব্যথিত
সারাক্ষন।
অথচ সে তৃষ্ণা কাতর
চাতক এর মত,
গহনায় ভারে নুজ্ব্য
তপ্ত ক্লান্ত মরুভূমি রত
চায় একফোঁটা জল।

কাছে টেনে একটু ছেনে
রসে ভিজে অমৃত মিঠাই,
খুলে দেয় দু পাখা তার
গহনায় হাতের ছোঁয়ায়,
ঝরছে শিশির তৃপ্ত সুধায়।

রোজ:শনিবার.
১৮/০৭/২০২০ইং,
=========