সহস্র বছর,
জাহাঙ্গীর আলম।
============
তোমার বুক সমান গাছে
ঝুলেছে দারুন বেতফল।
গোলাপি আঁকার ধারন করেছে নিখুঁত বোটায়।
বন্ধনী সরে গেলে মুক্ত,
উদ্বেলিত জ্যোৎস্নায়।
ভূমিকম্প হয় হৃদপিণ্ডে আমার কামড় দেই পল্লব শাখায়।
তুমি যখন খুলেছিলে ভেতর থেকে আকাশ। টইটুম্বুর পূর্নিমার ঝিল একের পর এক ফাঁকা চোখে আমার। অকস্মাৎ অগ্নিস্ফুলিঙ্গ।
ক্ষিপ্ত লাল গোলাপটা যখন নিলে তোমার হাতের মুঠোয়,
হঠাৎ তখন জলোচ্ছ্বাস তোমার টইটুম্বুর ঝিলে।নির্ভাবনায় সাতার করে যাব সহস্র বছর অন্ধকারে।
সহস্র বছর,
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
সময়:১২টা,
০৩/০৭/২০২০.ইং,
==========