সে আমার মা,
জাহাঙ্গীর আলম।
===========
জন্মেই দু চোখ খুলে।
যে মাটিতে দাড়িয়েছি আমি
দু পাঁ তুলে।
সে আমার স্বদেশ ভূমি
সে আমার জন্ম ভুমি।
আমার হৃদপিণ্ড়ের ভিতরে হিমালয়ের মত অটল,
স্বর্গের ন্যায় প্রাচুর্য
এক খন্ড জমি।
সে আমার মায়ের আঁচল,
আমার জননীর স্নেহের কোল,
আমার প্রাণের অস্তিত্ব,
সে আমার জীবন মরন।
আমি শুধু এই টুকু বুঝি,
আমার প্রাণের সার্বভৌমত্ব।
আমাকে রক্ষা করতে হবে,
আমি এর বেশী কিছু
বুঝতে চাই না।
সমস্ত পৃথিবী যদি বাড়ায় থাবা সীমান্তে আমার,
তাতে কিচ্ছু যায় আসে'না,
ঘাড় ধাক্কা দিয়ে ডুবিয়ে দিব
বঙ্গোপ সাগরে নির্ঘাত।
রক্ষা করতে হবে আমার মাকে
আমি এই টুকু বুঝি,
সে আমার মা।
সে আমার মা,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:সকাল,৯টা
০৮/০৮/২০২০ইং,
==========