ঋতুর রুপ
জাহাঙ্গীর আলম
০৩/০৩/২০২৩ ইং.
(কবিতা নং ২৩০)
-----------------
শুকায় ফাগুন চৈত্রে আগুন  
পুড়ছে খরায় রোদ্দুর
বুনো পথে পড়ে ভিজুক
শ্রবনের সমুদ্দুর।

বৈশাখ এমন ভাব যে দেখায়
নামাবে কঠিন ঝড় বাদল
অনিষ্টতার আষ্টেপৃষ্ঠে
শক্ত করে বাজায় ঢোল।

আষাঢ় আসুক জলে ভাসুক
গ্রীষ্মের তাপদাহ
কালো মেঘের ভেঙে মিনার
বর্ষায় হোক পদানত।

ভাদ্রমাসের ভদ্রতা কই
ডুবায় ফসল শর্ষ ক্ষেত
ইচ্ছে মত জলের তলে
ঋতুরা পড়ে শীতল হোক।