রেখা,
জাহাঙ্গীর আলম।
০৬/০৬/২০২০ইং,
==========
সবুজ ছাড়িয়ে দূরের ঐ
নীল আকাশ।
যেখানে পড়েছে নুয়ে,
হয়না অতিক্রান্ত দৃষ্টি,
দু চোখ ভরিয়া যায় না দেখা।
সুখে থাক প্রদীপের ন্যায়,
পরান প্রেয়সী রেখা।
========
কবিতা:রেখা,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার:
সময়:১১টা,
০৬/০৬/২০২০ইং,
=========