আশ্চর্য হওয়ার কিছু নেই
         জাহাঙ্গীর আলম
         ০৮/০৮/২০২৩ ইং
         (কবিতা নং২৫০)
---------------------------
দুর্দিনে যদি মোরে
দূর্বল ভাব
রাজপ্রসাদ থেকে ধূলিকণায়
দুর্ভিক্ষ লাগাব।

আর
আমি যে মানুষ রক্তে মাংসে
তোমার মত আছে আমার সম অংশে।
ঠিক তাই যদি ভাব
তবে মহৎ হয়ে
মমত্ব দেখাব।