"রাতের কাব্যে"

"জাহাঙ্গীর আলম"

জোৎসনায় মুখ ঢেকে,    
তারার মালাগেথে,
ছিলে ভিজে মধুর রসে,
রাতের কাব্যে,
পড়েছিল দাগ পঙক্তির কসে।

ঝরাপাতার মতো ঝরেগেলাম
বৃষ্টিহীন মেঘে।

ঠুনকো বাতাসে পড়েগেলাম
শব্দহীন বেগে।
হেরেগেলাম বিনা তারিখ,
সময়ের আগে, বাঃহ কি বিচিত্র !!!