রাষ্ট্র দেখবে কারা,
জাহাঙ্গীর আলম।
০১/০৬/২০২০ইং,
=============
এই যদি হয় শিশুর জন্ম,
তবে রাষ্ট্র দেখবে কারা।
নেই পেটে ভাত রুগ্ন শরীর
যদি বড় হয় শিক্ষা ছাড়া,
তবে রাষ্ট্র দেখবে কারা।
উপরে উঠেছে যারা
নাহি সিড়িঁ মই ছাড়া
চলেনা দেশ রাষ্ট্র কাঠামো
চলেনা কোন জ্ঞান বিদ্যা ছাড়া।
তবে রাষ্ট্র দেখবে কারা।
নেই পেটে ভাত রুগ্ন শরীর
যদি বড় হয় শিক্ষা ছাড়া,
এই যদি হয় আজকের শিশু।
রাষ্ট্রের অসীম ভয়, স্বাস্থ্য শিক্ষা জ্ঞানই পারে বিশ্ব করিতে জয়।
কবিতার:নাম,
রাষ্ট্র দেখবে কারা,
জাহাঙ্গীর আলম।
তারিখ:০১/০৬/২০২০ইং,
রোজ:সোমবার,
সময়:সকাল:১০:৩০ মিনিট,
==============