তুমি উর্বর আবাদি ফসলী ভূমি,
তুমি অফুরন্ত,শস্যে ভরা,
ফসল মাঠে,উপচে পড়া,
সোনালি রোদ।

তুমি তৃষ্ণার জল,পুড়িলে
কঠিন দাবানলে,
তুমি অসন্তষ হলে ধ্বংস.
স্বার্থপরতায়-
আগুনে পুড়ে ছাই,
চোখের ইশারায়।

তুমি বৃষ্টিতে উত্তাল,শরীর---
ছুঁয়ে দাও প্রতি প্রভাতে।
তুমি গোপন রহস্য!
অজানা দর্শন!
এখনো যাও চূর্ণ করে।

তুমি বিদ্যুৎবেগে সৃষ্টি কর.
কামুক উত্তেজনা,
চোখের প্রস্তাবে,
তুমি বিচিত্র!তুমি অদ্ভুত!
প্রশমিত করতে পার.
মূহুর্তে সব,আদিগন্ত কঠিন।