রমাদান -2
    জাহাঙ্গীর আলম

তারিখ,১০/০৪/২০২৪,ইং
রোজ:বুধবার,
সময়:১২:টা(কবিতা-২৬৮)
-------------------------------
আরশে মোকাম হতে,
দিল ডাক রমাদান
দুনিয়ার বুকে দিবে
মানবের সমাধান।

নেই কোন সংশয়
নেই
সন্দেহর অবকাশ
খোদার তাকিদে করি
সংযমে উপবাস।

আসমান থেকে
ভেসে আসে
খোদার এই ফরমান
সেহরীতে ওঠে মুমিন
নিয়তে রমাদান।

তাহাজ্জুতে তাহারিমা
দিলে বলে তাকবীর
আরশে মোকাম খোদার
মাতা নামাজেতে নতশির।

পুণ্য কত করলি জমা
শুন্য কত করলি পাপ
ছোয়াব খানা লিখছে
খাতায়  
আল্লাহ মাবুদ সোহরাব।

গরীবের পাঁজর ভাঙে
নাই পেটে ক্ষুদায় ভাত
সম্বলহীনের আস্তা খোদায়
সস্তা নয় তার
ধর্মে বিশ্বাস।

সম্বল যাদের গৃহে ভরা
ভোগ বিলাসে আত্মহারা
ধর্ম তাদের কি আসে যায়
যেন খোদার আরশ
দেখছে তারা।

শক্ত কর নিজের ঈমান
আছে খোদা তার
আছে প্রমান।

আরশে মোকাম হতে,
ডাক দিল রমাদান
দুনিয়ার বুকে দিবে
মানবের সমাধান।