নেই কোন সংশয়
সংযমে রমাদান,
খুলেছে স্বয়ং খোদার মোকাম,
সুবহসাদিক করেছে প্রনাম,
হেলায় ফেলায় হে মুসলমান,
ঘুমায়ে রবী আর কতকাল।
ওঠোনা এবার বিছানা ছেড়ে
অজুকরে রোজা রাখো
নিয়ত পড়ে নামাজ পড়,
খোদার নামে কোরআন পড়,
মুক্তি পাবি নাজাত পাবি,
রহমতে তুই ধন্য হবি।
ক্ষুদ্র হৃদয় ভরিয়ে দিতে
মানবেরে করিতে পুণ্য-
খোদার আরশ জিকির করে
পাপেরে করিতে শুন্য।
ধন্য রমাদান ধন্য।
তারিখ :৩০/০৫/২০১৯ ইংরেজী
সময়; ১২টা