নারী কি কোন আশ্চর্য প্রাণীর নাম!
নারী কি অনুভূতির এক পাথর খেলা!
নারী কি জাগতিক সুখের মেলা!
নারী কি সৃষ্টির পথচলা!
নারী কি ধ্বংশের সীমান্ত রেখা!
নারী সংঙ্গীতজ্ঞের এক
সৌন্দর্যের খেলা।
--------------------
তারিখ,০৭/০৬/২০২২,ইং
রোজ:মববার,
সময়:১২:৩০মিঃ,