আর কত এভাবে,
জাহাঙ্গীর আলম।
===========
যদি এভাবে চলতে
থাকে অরাজকতা,
উচ্ছৃঙ্খল উৎপিড়ন।
ইউপোকার মত বিশৃঙ্খল।
সমাজে রন্ধে রন্ধে।
তবে বলার কিছুই থাকবেনা
ধর্ষিত - হয়ে মারা যাবে
মানবতা।

আর রাষ্ট্রের চোখ যদি
বন্ধ থাকে অন্ধের মত।
তাহলে তো কথাই নেই।
মরার আগেই মরে যাবে।
অসহায় বিধুবা নারীর মত,
ধুকে ধুকে বিচার ব্যবস্থা।


আর কত এভাবে,
জাহাঙ্গীর আলম।
রোজ:রবিবার,
সময়:১২.৩০মিনিট,
০৯/০৮/২০২০ইং,
==========