আর কি নিবে আয়,
জাহাঙ্গীর আলম।
============
সেদিন রাস্তায়,হবে রাত বার টায়। স্বচক্ষে দেখেছিলাম ব্যথিত হৃদয়।
কেড়ে নিলো সবকিছু,
তার করোনায়।

চেয়ে চেয়ে দেখা ছাড়া
ছিল কি উপায়।
কেঁদেছিলো অনাহারী
মলিন মুখে তারী,
খুবই অসহায়।

আসবাবপত্র তুলে গাড়ী
চলে যাবে গ্রামের বাড়ী,  
পঞ্চাশ বছর এই শহরে,
সব কিছু হারিয়ে,
এখন নিরুপায়।

কদিন আগে ভাই হারালো।
করোনায় বোন মরিলো
চাকুরী থেকে করলো ছাটাই
কাজ খুজে না পায়।
মৃত্যু ছাড়া এই করোনা
আর কি নিবে আয়।
==========
আর কি নিবে আয়,
জাহাঙ্গীর আলম
রোজ: রবিবার,
সময়:রাত,৯টা,
২১/০৬/২০২০ইং,