"পুর্বাকাশে"

"জাহাঙ্গীর আলম"

অন্ধকারে আলো ভরে
রক্তে প্রদীপ নিত্ত জ্বেলে,
সোনার অক্ষরে লিখে                                              
পুর্বাকাশে ঐ যে ওঠে,                    
                                            
এইতো আমার বাংলাদেশ।            
ঝিলের ধারে ঐ যে পাহাড়
সবুজ শ্যামল রুপ যে তাহার,
মাঠের পরে খেতের ধারে
রোদ্রছায়া খেলা করে।

তার উপরে মেঘের আকাশ
শান্ত নিবিড় কোমল বাতাস
অন্ধ চোখে ঝর্না ঝরে,
কোন দুঃখেতে বৃষ্টি পড়ে।

শাপলা শালুক শ্যামল ঘাসে
ঝিলের জলে নৌকা ভাসে,
আমার গায়ের মেঠো পথে
কি মধুর ঐ রোদ্র হাসে,
এইতো আমার বাংলাদেশ।