প্রতীক্ষা,
জাহাঙ্গীর আলম।
১০/০৬/২০২০ইং,
==========
আশায় বুক বেঁধে
ফের কবে আশ্বিন।
আয়নায় মুখ দেখা
ছেড়ে দিছে দশ দিন।
বৃষ্টিতে ভেজা মাটি,
বিকেলের উঠানে
ঝকঝকে চকচকে,
রোদ্রে শুকাবে।
সন্ধ্যার শাড়ী পড়ে,
তুমি এলে উঠানে।
আশ্বিনের আয়নায়
দেখে মন জুড়াবে।
কবিতা:প্রতীক্ষা,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার:
সময়:১০:৪৫,মিনিট,
১০/০৬/২০২০ইং,
===========