প্রেম,
জাহাঙ্গীর আলম।
===========
এমন একজন কে আছে,
বলুন তো দেখি,
যে প্রেম করেনি।
আবেগী হাওয়ায় গা ভাসালে,
মাতাল প্রেম--
কখনো কখনো ফোলানো
বেলুনের মত ফেঁপে ফুলে
একাকার,

আবার একটু বাঁধন শিথিল হলে চুপসে যায় নির্মিসে।
বুক ফুলানো গর্ব ভেঙে যায়
আছাড় খেয়ে পরে মাটিতে।
আর উঠে দাড়াতে পারেনা।

অবিশ্বাসে প্রেম হয় ব্লাষ্ট
ফুটান্ত বেলুনের মত।
ছিন্ন ভিন্ন হয় অনবরত
যতটুকু ছিল বিশ্বাস।
তারপর বেমালুম উবে যায়
হাওয়া।

প্রেম,
জাহাঙ্গীর।
রোজ:বুধবার,
সময়:১১.৩০,মিনিট,
০৮/০৭/২০২০.ইং,
==========