প্রিয় কবি,
জাহাঙ্গীর আলম।
========
হে প্রিয় কবি।
বিনম্র শ্রদ্ধা রইলো,
তোমার রূপসী বাংলার তরে।
সহস্র প্রনাম নিও যদি পারো
তোমার হৃদয় ভরে।
শ্রাবণ মেঘের বর্ষায়
প্রথম পদার্পণ।
শারদীয় পূজায়
রূপসী বাংলায়
তোমাকে নিমন্ত্রণ।

চাঁদের জ্যোৎস্না পরেছে ছিড়ে জলের সীমানায়,  
নয়ন ভরিয়া দেখিতে চাহিয়া
সাদা পাল ছিড়ছে নায়,
উড়েছে আবার শঙ্খচিল
ভোরের হাওয়ায়।
তোমার এই রূপসী বাংলায়।

ঢেউয়ের সুতায় রঙীন সমুদ্র
দিতাম তোমায় হাতে,
দিতাম উষ্ণ চুমো কার্তিকে
সোনালী রোদ্র ভরে,    
যদি আবার আসিতে ফিরে
এই বাংলায় ধানসিঁড়ির তীরে,

প্রিয় কবি।
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:১০টা,
২০/০৭/২০২০ইং,
=========