প্রশ্ন এখন ঘরে ঘরে
জাহাঈীর আলম
তারিখ,১৭/০৯/২০২৪,ইং
রোজ:মঙ্গলবার,
রাত,১০টা(কবিতা-২৮১)
------------------
কবিতা এখন আর লেখা
হয়ে ওঠে না
মহা দুর্যোগে
কি লিখবো এমন
কাপা কাপা হাতে।
যখন স্বরলিপির গায়ে
ঝাঁঝালো আগুন
পুড়েছে কালের অক্ষর
জ্ঞান,
ভুলে যাই জাতিসত্তা
নির্বুদ্ধিতার অন্তর্ঘাত
প্রশ্ন এখন ঘরে ঘরে
কে দিবে উত্তর।
পথে পথে জনতার
সিংহাসন থেকে রাজ দরবার
কবিতা এখন আর লেখা হয়ে ওঠে না।
প্রশ্ন এখন ঘরে ঘরে
কে দিবে উত্তর?
স্বাধীনতা পুড়লো কারা
হিংষো শকুন হায়না
ভাবতে পারো মাতৃভুমি
ঠুনকো কাচের আয়না?
মানুষ হত্যা করছে জায়েজ
লুটপাটে করছে আয়েশ,
পুড়ছে অফিস ঘরবাড়ি।
ভাঙ্গলো কবর মূর্তি গুলো
মন্দিরেতে খবরদারি
চাইনা এমন হিংসা বিদ্বেষ
থামুক হাতের তরবারি।
রাষ্ট্র বিপন্ন হলে
গোল্লায় যাবে বাঙালী।
কবিতা এখন আর লেখা
হয়ে ওঠে না
কি লিখবো এমন
কাপা কাপা হাতে।