নিজ স্বার্থ ছাড়িয়া?
পরের উপকারে
কেবা কোথা আছে?
ফুল না ফুটিলে
গন্ধ নাহি ছুঁটিলে
ভোমরা কিবা নাচে?
অথৈ সমুদ্রে উঠিলে তুফান
যে নাহি ডরে।
পরের উপকারে,
জীবন বিপন্ন করে,
সে-তো নাহি
মরে।
অজানা সঙ্কীত ঝড়ে
থাকেনা সাহসী ঘরে
ক্ষয়ে ক্ষয়ে হয় যদি
দেহের অবসান।
পরোপকারে দেয়,
আগে তার প্রান।
----------------------
তারিখ,০৭/০৭/২০২২,ইং
রোজ:বৃহস্পতিবার,
সময়:৩:২৫,মিঃ,