পরস্পরের অঙ্গনে।
জাহাঙ্গীর uআলম
তারিখ,২৫/০৩/২০২৫,ইং
রোজ:মঙ্গলবার,
সময়,৪:৩০-মি:(কবিতা-২৯৯)
------------------------------
চলতি পথে রোজ হেটে যাই
দেখি দীঘির ঘাটে।
খোলা চুলে লাল শাড়ীতে
বসন্ত ফুল ফোটে।
মুচকি হেসে ডাকছে আমায়
নাড়িয়ে তার কেশ।
প্রেমের ফাঁদে পড়ছে কোকিল
ফাগুন যখন শেষ।
চৈতালিতে চেঁচিয়ে বেড়ায়
ঝিঝি পোকার ডাক
মাধুরীতে মুগ্ধ কোকিল
মধুর রসে থাক।
বৈশাখ এলে আমের গায়ে
সিঁদুর যখন পড়ে,
হুল ফোটায় মৌমাছিরা
ঝরা বকুল শাখে।
শান্ত দীঘির জল টলমল
রঙ্গীন রসের যৌবনে
চলতি পথে রোজ হেটে যাই
পরস্পরের অঙ্গনে।