ঐ দেখো
জাহাঙ্গীর আলম
তারিখ:৮/১২/২০২৩:ইংরেজি,
রোজ:শুক্রবার (কবিতা:২৫৭)
--------------
ছন্নছাড়া ফাগুনে ----
থমকে গেছে মৌসুম।
  দূর বনান্তের
এলোমেলো ঘন বন চিরে
অতি কষ্টে বিকালের
হাসিমাখা একখানি রোদ
আমার কোলে এসে
জড়িয়ে বলে ঐ দেখো?
কেমন করে ভালোবাসা
উড়ে এসে বসেছে
তোমার ঠোঠের মধ্যি খানে।

আমি বললাম আমাকে মেরনা,
পরন্তু যৌবনে ক্ষমাকর,
আমি চাঁদকে বলেছি?
জ্যোৎস্নার অঢেল ঝর্নার অমৃত সুধা
শিশিরের মত নিঃশেষ।
তুমি ফিরে যাও
বাঁধ ভাঙা কচি বসন্তের উৎসবে।
ঐ খানে পাবে---
ভালোবাসার
ঝড়ো যৌবনের ফোয়ারা।

তখনো ভাঙ্গা ফাগুনের মনমরা শেষ মৌসুম  
শুকনো খ্যাড় ছিলো
বিছানো পথে পথে।