"অবুঝ বলে"
"জাহাঙ্গীর আলম"
অবাক লাগে অবুঝ ভেবে
নিচ্ছো তুলে বুকে ।
নিত্য রাতে স্বাদের সুধা
অঙেগ মেখেছো সুখে।
একলা পেয়ে মুল্য বিনা
নিচ্ছো তারি স্বাদ
আকাশ দেখেছে অন্ধকারে
চাঁদে তাহার হাত ।
নদী ভেবে টইটূম্বুর
করছো তূমি পাণ।
ডূব সাতারে খেলায় দেখি
তূচ্ছ তারি প্রাণ।
মৃত নহে মরু ভূমি
ধুলোর ও আছে প্রাণ।
মূল্য হিনা
হয় কি সেকি
সৃষ্টি তারি দান।
১২/১০/২০১৭ রাত