অবিরত,
জাহাঙ্গীর আলম।
========
মনের ভেতরে আমার
সমস্ত জায়গা জুড়ে
বট বৃক্ষের মত ছড়িয়েছে
ডালপালা চারিদিকে।

বিশাল মাঠ জুড়ে বিস্তৃত
তার ছায়া,
সুর্যের রশ্মি মোটেই
আসতে দিচ্ছেনা,
ছায়া ভেদ করে।
মাঠের ভেতরে,
আসতে পারছেনা তার তাপ,
যতই চেষ্টা করুক
ছায়ার ভেতরে।
এখানে শান্তির সুবাতাস
বয়ে যায় অবিরত।

অবিরত,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:১০টা,
২৭/০৭/২০২০ইং
==========