"অনুভূতি"

             " জাহাঙ্গীর আলম"

যত ই কেঁদেছো
ঝরেছে জল।

বলেনি কথা বোবা
চোখ দুটি  তার।

আমি ও বলিনি  
অবুঝ ভেবে ।
চোখ দুটি ভেজা তার
করুন ছিলে।  

আমি ও কেদেছি
কিযে হলো
কোথায় কারো ভুল ছিলো।

১৫/১২/২০১৭/দুপুর - ২টা,