অনীহা,
জাহাঙ্গীর আলম।
============
আমার অনুভূতি এখন
কল্পনাতীত ভোতা।
উলমত চোখ অসম্ভব ঝাপসা।
মেধা ও মনন দারুন স্থবির ।
ইচ্ছা গুলো ঝড়ো হাওয়ার
মত আচমকা মুখথুবড়ে পড়ে আছে।  
তীক্ষ্ণ দৃষ্টি বরফ জমে
এখন প্রচন্ড় হিম।
দুটি হাত কন কনে শীতে
গুটিয়ে নিয়েছে শয্যাকক্ষে।
এত কিছুর পরেও
আমার মন ও প্রান
নিংড়ে দিত চায় প্রেমিকার মত
তোমায় শরীরের পাতায় পাতায় টইটুম্বুর জ্যোৎস্নায়।

অনীহা,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:রত,১১টা,
২৮/০৬/২০২০ইং,
==========