যদি একদিন সত্যিই মাটি ঢেউ
খেলে প্রচন্ড সমুদ্রের মত।
যদি ভেদকরে করে মাটি গভীরে
সাতার কাটা যায়,কি অবাক!
কান্ডই না হবে!
যদি সমস্ত পৃথিবীর জল শক্ত হয়ে পাথর পাহাড় হয়,কেমন হবে
সে দিন উত্তল জগৎময়।
যদি সমস্ত বাতাস হঠাৎ শক্ত হয়ে অগ্নিতে পরিনত হয় কেমন হবে পৃথিবীর চিত্র।
যদি সিড়ি বেয়ে উঠে উপরে দেখা যেত আকাশ ঠেকেছে কোথায়। তবে সকল কল্পনার অবসান হত। কেমন করে আসেএমন
মানুষের চিন্তায়।
এর কোন একটি ঘটলে
ধ্বংস পৃথিবী সকল প্রানের বিনাশ।
তারিখ:১১/০৫/২০২০ইং,
রোজ সোমবার,
সময়:বিকাল,৪টা,