অকাল শোকে
জাহাঈীর আলম
তারিখ,১৮/০১/২০২৫,ইং
রোজ:শনিবার
সময়,৪ টা(কবিতা-২৯১)
---------------------
জানি মৃত্যু এক অবিনশ্বর
এর থেকে চরম সত্য আর
কিছু নেই।
কত মৃত্যু ই' দেখেছে
অসহায় এই বুড়ো চোখ,
অকাল মৃত্যু শোকে
ছেঁয়েগেছে কান্নায়
দূর নক্ষত্রে ঘেরা আসমান।
ঝর্ণার মত জল নীরবে
ঝরতে ঝরতে আগে তো
অন্ধ হয়নি চোখ?
নিরুপায় এমন জল
নিজেকে শুকিয়ে আগে
তো পাথর হয়নী শোকে?
অসহায় অশ্রুর ক্ষুদ্র ফোটা জলের
কিসের আকতি স্রষ্টার দিকে চেয়ে,
গড়িয়ে পড়া জল নিঃশেষ হতে হতে
চোখ তো মরুভূমি কিংবা
মমি হয়নি তো আগে?
কিন্ত তোমার চির বিদায়ে
এই চোখ অন্ধ হয়ে ক্ষয়ে ক্ষয়ে
এখন নুহে্র কিস্তির মত
তলিয়েছে বিষাদে।
তোমার অজস্র স্মৃতি গুলো
অবাধ বিচারন করতে করতে
নিজেই শোকে ----
মমি করে পিরামিড় বানীয়েছে
সভ্যতার আশ্চার্য শোকের
নীদার্শন রুপে