অ-কবি।
জাহাঙ্গীর আলম
২৫/০৭/২০২৩ কবতা (২৪৩)
---------------------
নেমেছে অ-কবিরা বনভোজে
আস্তা দুপুর রোদে।
অবাক করা চিন্তাশীল
কোন বর্ণমালা খোজে।
দু লাইনে আবির্ভাব
অক্ষর ছাড়া লিখে সব,
পদক আনতে লাইলে দাড়ায়
কোন সাহিত্যের
পাণ্ডিত্য বাড়ায়।
ডেঙ্গু রোগের মশা তাড়ায়।
নাকি ঢাল তলয়ারে
কাব্যিত্বের খুনাখুনি বাড়ায়।