অচেনা,
জাহাঙ্গীর আলম।
=========
আবার যেন দেখা হয়,
এই করি প্রত্যাশা
আবার যদি কথা হতো,
ঘুছে যেত সব মনের
ব্যথিত বেদন ব্যথা।
আর কখনো'ই হবে না দেখা,
হবে না কোন কালে
হবে না মধুময় অমন কথা।
রয়ে গেল আমার কাছে
তোমার ভালোবাসার নজির
উদার মনের দুঃখ সুখের ব্যথা।
আবার যেন দেখা হয়
এই করি প্রত্যাশা।
স্মৃতির কথা গেঁথে গলে।
প্রণাম দিতাম দেখা হলে,
কেমন আছো জানতে চাইতাম।আছে কি মনে আমার কথা।
তুমি তো ছিলেন হিন্দু,,
আমি তো মুসলমান,
আমাকে দেখে কেঁদেছিল কেন তোমার ব্যথিত আকুল প্রাণ।
তখন ছিলো রমাদান,বর্ষার সন্ধ্যায়, কাছে ডেকে বসালেন হাতের ইসারায়।কি নাম তোমার বল ভাই, তুমি রোজাদার,
স্বর্গীয় ইফতারি হবে দুজনার।
আজ রাতে রবে ভাই তুমি মোর পাশে,আমি নেমে গেলে তুমি
সাবধানে যাবে।
এই বলে ভোর হলে নিলেন বিদায়,
আজ অবধি দেখা নেই
কথা আর কোথায়।
অচেনা,
জাহাঙ্গীর আলম
রোজ:মঙ্গলবার,
সয়ম:১২.টা,
০৭/০৭/২০২০.ইং,
==========