অবাধ্য হয়না,
জাহাঙ্গীর আলম।
০৫/০৬/২০২০ইং,
=============
অবাধ্য হয়না আবাদি জমি,
যদি বাধ্য কর চাষে।
ভরে দেবে মাঠ সোনালী ফসল,
ঘরে দেবে জ্যোৎস্নায় শিক্ত করে।
রোদ্র ছাঁয়ায় কষ্টে আগুন।
দুঃখের বীজ বুনে।
ঘামে ভেজা ক্ষেত জলমগ্ন
কাঁদা জলে রয় মিশে।
লাঙলের ফলা ঘাসের ধুলা
আপন করে নিবে।
অবাধ্য হয়না জলাসয় মাঠ,
ফসল ফলিয়া দেবে।
তাকায়ে রয়েছে সোনালি ফসল
ফলে গেছে মাঠ ক্ষেতে।
স্বপ্ন নয় বাস্তব এখন
অবাধ্য হয়নী আবাদি জমি
বাধ্য করেছে সুখে।
অবাধ্য হয়না,
জাহাঙ্গীর আলম।
সময়:১০.৫,মিনিট,
রোজ:শুক্রবার.
০৫/০৬/২০২০ইং,
============