দুঃখে আমার,
ভেঙেছে পাহাড়
কেঁদেছে ঝর্ণা
জল।

পাথর ও দুঃখে
সমুদ্র শোকে
আকাশ ও
উত্তাল ।

দুঃখ মানে না
বশ্যতা,বন্ধুত্বে
অসীম জয়,
ব্যথিত কন্ঠে,
কঠিন দুঃখে,
নির্ভীক অবিচল।

তারিখ:১৬/০৪/২০১৯ইং,
সময়:দুপুর, ২:১৫মিনিট,