নিদ্রাহীন বৃক্ষ
জাহাঙ্গীর আলম
৩০/০৩/২০২৩ইং,
(কবিতা নং২৩৯)
----------------------
নিদ্রাহীন বৃক্ষ গুলো
নিঃস্বার্থে ছড়িয়েছে তার
প্রশস্ত বাহু চতুরমুখী।

তীক্ষ্ণ আলোর ঢেউ
স্পর্শ করে
নেমে আসে প্রশান্তির ছায়া
অঢেল সবুজের বুক চিরে ।

মানুষ আর মনুষ্যত্বের পাঠনিয়ে
সংসার পেতেছে বুঝি
বৃক্ষেরা সুদূর অরন্যে।

তীব্র রোদ আর অসম্ভব
ঝড় বৃষ্টি সঙ্গী করে
দাঁড়িয়ে রয় অবিকল
চাঁদ নাকি নক্ষত্রের জটিল
ইশারায়।

উড়ান্ত ধুলোময় নোংরা জলে
দু চোখ আমৃত্যু পিষ্ট
শুকিয়ে মরে উচ্ছল যৌবনা পাতা
ঝরে পড়ে বন্ধন শিথিল হয়ে।

কোন জাদুবলে ফের
সেজে গুজে জেগে ওঠে বৃক্ষ
নতুন প্রাণসঞ্চারে
পল্লবে আর ফুলে ফলে।

অন্ধকারে জেগে রয়
ডর ভয়হীন সবুজ মাঠে
অবিরাম পৃথিবীর
উজ্জ্বল তারাদের সাথে।