নেই,
জাহাঙ্গীর আলম।
========
আশীর্বাদ টুকু কার কাছ থেকে
নিব,হন্ন হয়ে খুজলেও এমন একজন নেই।
মাথার উপর বৃদ্ধ বৃক্ষের
জরাজীর্ন ছায়াটি'ও নেই।

ক্লান্ত অবসাদে নিশ্চিন্তে দুচোখ
বুজবো এমন স্থান টিও নেই।
সাঁঝের বাতি টাও জ্বলেনা
জ্বালাবার এমন হাতের চুড়ির আওয়াজ নেই।
নিঃশ্বাসে কেবল ক্ষয়ে যাচ্ছে
যেখানে লুকানো ফুলের প্রাণ আচমকা খসে ঝড়ে পড়ে যাবে  দেখিবার কেউ নেই।

তন্দ্রাচ্ছন্ন চোখে অকালসন্ধ্যা
ব্যথিত অশ্রুর ভগ্নদশা গড়াবার
এমন জায়গা টুকু নেই
তিস্তার ন্যায় অসহায় অসম্ভব দুর্ভিক্ষে মায়া মমতা টুকুও নেই।
নেই এর মধ্যে শুধু আমি,
যে কোন সময় নেই।

নেই,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার
সময়:১১টা,
০২/০৭/২০২০.ইং,
==========