নিকৃষ্ট
জাহাঙ্গীর আলম
১৭/০২/২০২৩
(কবিতা নং-২২৬)
----------------
যে জন্ম বাড়ায় জঞ্জাল
অশাস্তি
উদ্দিগ্ন হাহাকার।
সে জন্ম নিকৃষ্ট
সীমাহীন অজশ্র যাতনার।
নাই এর থেকে নীচ
নিচু ক্ষুদ্র খোদা তার।
নিকৃষ্ট
জাহাঙ্গীর আলম
১৭/০২/২০২৩
(কবিতা নং-২২৬)