কত কষ্টে,সহস্র বর্ষ,
বঙ্গ করেছে পার।
দাড়ায়ে রয়েছে,জ্বলন্ত সিখায়,
পা,দূটি তার,অগ্নি গোলায়,
জ্বলে জ্বলে,নিজেই আগুন,
পোড়ার কিসের ভয়।
ঝড় তুফান,বজ্র তুমি,
বর্গি হানা,চোঁখ রাঙানি,
গুড়িয়ে দিবে উল্কা বেগে।
সুর্যটা কে চুবিয়ে মেরে,
তবেই আনো জয়।
তারিখ :২৩/০৪/২০২০ইং,
রোজ:বৃহস্পতি বার ,
সময়:রাত ১০:১৫,মিনিট.