"নতুন সূর্যদয় "
"জাহাঙ্গীর আলম"
নদীর ধারে
ভাঙাপূল পেরিয়ে
সোনালী ধানের আলে
লাউয়ের ডগায়
ঝুলে আছে।
একটি পতাকা
মানচিত্র আমার
রক্তিম বাংলার।
নবীনা বউয়ের নবদীপ্ত
লাল শাড়িতে
ছাপ্পান্ন হাজার বর্গ'মাইল।
সপ্নের তুলিতে আকে বাস্তব
সাড়ে সাত কোটি বাঙালীর।
নতূন সুর্য'দয়ের অপেক্ষায়।
২০/১২/২০১৭ বিকাল ৫ ২০মিঃ