ঝরাপাতা তোমাকে বিদায়,
চৈএের চির শেষ সন্ধ্যায়,বার্ধক্যে
ছিলে বিমর্শ,তোমার মুখ অব বয়,
ব্যাথিত কাব্যাংশে জানাই
শেষ শুভরাত্রি।
স্বাগত নতুন বছর তোমাকে,
কোথা ছিলে মরুময়,নাকি বরফ
এর দেশে,ক্লান্ত নদী জাগ্রত পাহাড়
সবুজ বন,সত্যি গুনে গুনে তিনশত পয়শট্টি দিন,পার হয়ে এলে।
উজ্জ্বল পৃথিবীর শান্তির আশায়।
মায়াময় স্বপ্ন দেখাও সবারে
আসা যাওয়া হাজার বছর,
এই বাংলায় চঁদ্র সুর্য সাক্ষী।
তারিখ :১৫/০৪/২০১৯.ইং
সময়:১০:২০. মিনিট,