==========
ভালোবাসা তো-গেছে
সেই যে কবে?
নিৎকৃষ্ট উলঙ্গ বনবাসে।
কি জানি ভাই!
কোথায় গিয়ে থামে
কোন চুড়ান্ত জাহান্নামে।

ভালোবাসা এখন অসভ্য
প্রচণ্ড মাতাল-
যেন ভাদ্রমাসে অভদ্র
কুকুরের অহরহ ঘেউঘেউ।

ভালোবাসা এখন নর্দমারকিট
পচা দুর্গন্ধ ঘৃণিত জল।

ভালোবাসা এখন পরিত্যক্ত
ময়লা দূষিত জলাসয়
ছড়িয়ে আছে সর্বপরি
কুৎসিত অবস্থায়।

ভালোবাসা এখন কালাচঁদ্রের
উত্তপ্ত নষ্ট ক্যামিক্যাল।
অশ্লীলতায় পুড়ছে সমাজ
পুড়ুক বজ্জাতির সব তেল।

ভালোবাসা এখন কাচ্ ভাঙা
  নষ্ট হারিকেন
রুগ্ন শিয়রে নিবুনিবু জ্বলে।
আরগ্য হবেনা মরন ব্যাধি
  কোরামিন খাওয়ালে।

নষ্ট ভালোবাসা এখন
জাহাঙ্গীর আলম
তারিখ, ২৮/০৮/২০২২ইং