"নারী তুমি"

জাহাঙ্গীর আলম

নারী তুমি ধ্বংস,তুমি আনো সুখ,
উদিতে পারো তুমি,শান্তির যুগ।

কত যে ছলাকলা,চোখে
বিস্পিত জল।
পারেনি মাপিতে আজো সাগর অতল।

ছোয়া দিয়ে স্বপ্ন,ডুবিয়ে যে মারো
  ধ্বংসের শেষ দেখে,তার পর ছাড়ো।

তুমি দিয়ে জন্ম,সন্তান মার,
তবু রাখি শ্রদ্ধা তোমার উপর।