নারী আমার কাছে হেমন্তের আধো আধো ভোর জলমগ্ন ক্ষেত,
ঝাপসা চোখে এক ফোটা রোদ্দুর।

নারী আমার কাছে বহমান দখিন হাওয়ায় খোলা জানালায়,
দোলে সেফালীকা ফুল।

নারী আমার কাছে উত্তাল ঢেউ
তোলা জ্যোৎস্নায় প্লাবিল ক্ষুধার্ত সন্ধ্যানদী।

নারী আমার কাছে দুর নক্ষত্রের মত ব্যাকুলতা নিয়ে শুধু চেয়ে দেখি।  তীব্র আকাঙ্ক্ষায়।
নারী আমার কাছে তুল তুলে, বিছানার মত রহস্যে কাটে নির্ঘুম।

নারী আমার কাছে গোপন অন্তরঙ্গ চিঠি একান্তে বার বার খুলে দেখি।,
নারী আমার কাছে চরম মুহুর্তে
অমৃত তৃষ্ণার বৃষ্টি ফোটা জল।

নারী আমার কাছে পথ্য,
রুগ্ন অসুস্থতায় চির শান্তির
পরম মহৌষধ।

তারিখ:১৮/০৫/২০২০ইং,
রোজ রবিবার সময়:
সকাল,১০:২০ মিনিট,